খুলনার পিকচার প্যালেস মোড়ে পুড়ে যাওয়া অস্থায়ী মার্কেট মালিকের সঙ্গে খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগরের টাকা দাবির একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সেখানে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দেওয়ার কমিটমেন্ট না রাখায় মার্কেট মালিককে ধমকাতে শোনা যায়। গত ১৯ মার্চ আগুনে পিকচার প্যালেস সুপার মার্কেটটি পুড়ে যায়।
প্রায় ১ মিনিট ৫৪ সেকেন্ডের ওই অডিও ফোনালাপের শুরুতে মার্কেট মালিক রাসেল মিয়াকে উদ্দেশ করে সাগর বলছেন, ‘তুমি আমার সঙ্গে যোগাযোগ করছ না, এটা কি ঠিক হচ্ছে তোমার?’ উত্তরে রাসেল বলছে, ‘ভাই, আমি আছি খুব বিপদে।’ তখন সাগর বলে, ‘তুমি আমারে বলছ টাকা দিয়ে যাবা। তুমি পাঁচ মাসেও আমার সঙ্গে যোগাযোগই করলে না। এটা কি তোমার কাছে আমি প্রত্যাশা করি?’ সাগর আরও বলেন, ‘তুমি আমারে প্রথমে বললা ৫০ হাজার করে দিবা পিকচার প্যালেস থেকে। সেদিন বললা না ভাই ৩০ হাজার করে দিব। একটা টাকাও দিলা না। তুমি তো মেলাটেলা করতেছ।’ তখন ব্যবসায়ী বলেন, ‘আমি মেলা করছি না। মন্টুর মেলায় কয়েকটি স্টল দিয়েছি।’ এদিকে ফাঁস হওয়া অডিও রেকর্ডের বিষয়ে নাজমুল হুদা সাগর বলেন, ওই কল রেকর্ডের মাধ্যমে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মূলত রাসেল আমার নিকট থেকে ব্যবসায়িক কারণে টাকা ধার নিয়েছিল। ওই টাকা ফেরত না দিয়ে এখন টালবাহানা করছে। অডিও রেকর্ডে চাঁদাবাজির কোনো কথা নেই। আর রাসেল বিগত আওয়ামী লীগ নেতাদের দোষর। তবে আমি তা আগে জানতাম না। মূলত আমার কাছে এসে সে ব্যবসায়িক অসুবিধার কথা বলে সাহায্য চাইলে আমি তাকে কিছু টাকা ধার দিয়েছিলাম এখন সেই টাকা ফেরত চেয়েছি।