দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রয় করার উদ্দেশে পাঁচ পণ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকার মোহাম্মদপুরে উদ্বোধন করা হয়েছে ‘জনতার বাজার’। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। গতকাল বিকালে মোহাম্মদপুরে জনতার বাজার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ। জনতার বাজারে আগামীকাল থেকে পিঁয়াজ, আলু, রসুন, চাল, ও আদা বিক্রি করা হবে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি, মাছ ও মাংস বিক্রি করা হবে। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ঢাকা শহরে এ ধরনের বাজার করা চ্যালেঞ্জিং। দেশে যে স্থানে পণ্যের দাম কম থাকবে সেখান থেকে পণ্য এনে কম দামে বিক্রির উদ্যোগ গ্রহণ করেছি। এখানে আলাদা কোনো দোকান হবে না। আগামীকাল থেকে বিক্রি শুরু হবে। এখানে কোনো পাইকারি বিক্রি হবে না। ভোক্তা নির্দিষ্ট পরিমাণ পণ্য নিতে পারবেন। ঢাকা শহরে ৬-৭টি জনতার বাজার করার পরিকল্পনা রয়েছে। ঈদের পর সব পণ্য নিয়ে পুরোদমে চালু হবে। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ বলেন, কোনো পণ্য আমাদের রান্নাঘরে ঢোকার আগে কয়েকবার হাতবদল হয়। এটার কারণে আমাদের ভোক্তা পর্যায়ে চাপ বাড়ে। এ উদ্যোগ সফল হলে অন্যান্য জায়গায় একই উদ্যোগ নেওয়া সম্ভব হবে। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, বসিলা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক ইমাম, পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা প্রমুখ।
শিরোনাম
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)