ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মুসলমানদের ওপর গণহত্যার প্রতিবাদে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মুসলিম সমাজ। গতকাল বাদ জোহর এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংগঠনের চেয়ারম্যান মো. মাসুদ হোসেন বলেন, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর দখলদারির বাহিনী হামলা করে তাদের হত্যা করে মুসলমানদের প্রথম কাবা আল আকসা মসজিদ দখল করে রেখেছে। দখলদারি বাহিনী গত কয়েক মাস আগেও নিরস্ত্র, নিরীহ, নিরপরাধী ফিলিস্তিনিদের ওপর নির্বিবিচারে গণ অত্যাচার চালিয়েছে। তখন কাতার ও তুরস্কসহ কয়েকটি মুসলিম দেশের সহযোগিতায় যুদ্ধবিরতি হয়েছে। এ যুদ্ধবিরতির মাঝে আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মদদে ইসরাইলি বাহিনী নিরস্ত্র, নিরপরাধী, অসহায় ফিলিস্তিনের গাজাবাসীর ওপর নির্বিচারে বিমান হামলা চালিয়ে চার শতাধিক ফিলিস্তিনিদের গণহত্যা করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে গাজা হত্যা বন্ধে দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে জাতিসংঘের মাধ্যমে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস পৃথিবীতে পরিচিত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি জাতিসংঘে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব জানাবেন ও বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের গাজায় জনগণের ওপর এ গণহত্যার বিচারের ব্যবস্থা করবেন। এ সময় আরও বক্তব্য দেন মাওলানা শওকত আমিন, গোলাম মোস্তফা ভূঁইয়া, আবুল কাশেম মজুমদার, হুমায়ুন কবির, শরিফুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম।