দুই দিনের ব্যবধানে সোনার দাম বাড়ল ভরিতে ১০২৭ টাকা থেকে ১৪৭০ টাকা পর্যন্ত। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রাইসিং অ্যান্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। এতে বলা হয়, ২২ ক্যারেটের ভরিতে ১৪৭০ টাকা বেড়ে দাম হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। ১৪০০ টাকা বাড়ায় ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা। ১২০১ টাকা বেড়ে ১৮ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা। সনাতন পদ্ধতির ভরিতে ১০২৭ টাকা বাড়ার পর দাম হয়েছে ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।