শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের প্রেসিডেন্ট এস এম পবিত্র আল ইবাদত। তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার সময় বলেছিলেন- বাংলাদেশকে ধ্বংস করে দেবেন। যাতে আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। গতকাল রাজধানী পল্টনের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
পবিত্র আল ইবাদত বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি যেন বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সহনশীলতা পারস্পরিক সম্প্রীতি বজায় থাকে। বিএনপি গণতান্ত্রিক কার্যক্রমের প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ’২৪-এর আন্দোলন ছাত্র-জনতার অবদান সমানে সমান। এ দেশ জনগণের ছিল, আছে এবং থাকবে। এ সময় সংগঠনে সাধারণ সম্পাদক নাদিরা আকতারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।