নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১১ বছর পর জামায়াত-শিবিরের তিন কর্মীর লাশ (হাড়গোড়) তোলা হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চরহাজারী ইউনিয়নের আবদুর রাজ্জাক মিয়ার নতুন বাড়ির কবরস্থান, রামপুর ইউনিয়নের করিম উল্লাহ মাঝির বাড়ির কবরস্থান ও চরকাঁকড়ার কমর উদ্দিন বেপারীবাড়ির কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশগুলো উত্তোলন করা হয়। যাদের লাশ উত্তোলন করা হয়েছে তারা হলেন উপজেলার চরহাজারী ইউনিয়নের আবদুর রাজ্জাকের ছেলে আবদুল আজিজ ওরফে রায়হান (১৮), রামপুর ইউনিয়নের নুর ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০) ও চরকাঁকড়া ইউনিয়নের আবুল কালামের ছেলে সাইফুল বাবলু (২০)। এদের মধ্য বামনী ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাইফুল, বসুরহাট দাখিল মাদরাসার শিক্ষার্থী রায়হান শিবির কর্মী ছিলেন এবং বাবলু পেশায় একজন রং মিস্ত্রি ও জামায়াত কর্মী ছিলেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আদালতের নির্দেশে কবর থেকে জামায়াত-শিবিরের তিন কর্মীর লাশ উত্তোলন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জামায়াতের কেন্দ্রীয় নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের হয়। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় জামায়াত ও শিবিরের সাত নেতা-কর্মী নিহত হন।