জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি জেলার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতা-কর্মীরা। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বিকালে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। আবদুল ওহাব জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। স্থানীয়রা জানান, আবদুল ওহাবের বাড়িসংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদের সামনে থেকে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠায়। এ সময় গাড়িটি ঘিরে ধরেন কয়েক নেতা-কর্মী। তারা আবদুল ওহাবকে ছেড়ে দিতে বলেন। পুলিশ রাজি না হলে কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে ছিনিয়ে নেন। এ সময় ধস্তাধস্তিতে টিমে অংশ নেওয়া আট পুলিশ সদস্য আহত হন।
পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আবদুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে পুনরায় ধরতে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।