গরমের দিনে ঈদ হলে সাজগোজে কিছুটা অসুবিধা হয়। তবু ঈদের দিন সবাই চায় নিজেকে সুন্দর দেখাক। তবে সঠিকভাবে সাজতে না পারলে চেহারায় অস্বস্তিকর ভাব চলে আসতে পারে। গরম বলে কি সাজবেন না? অবশ্যই সাজবেন। যদি চান ঈদের দিন আপনাকে সবচেয়ে সুন্দর লাগুক, তবে সাজের ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক—
মেকআপ
সাজের ক্ষেত্রে মেকআপের বিষয়টি প্রথমেই মাথায় রাখতে হবে। কারণ মেকআপ ভালোভাবে করা না হলে চেহারায় অস্বাভাবিক ভাব আসতে পারে। গরমের কারণে মেকআপ গলে যেতে পারে, তাই হালকা ও স্বস্তিদায়ক মেকআপ বেছে নেওয়া ভালো। সস্তা মেকআপ ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এটি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। গরমে ভারী মেকআপ এড়িয়ে চলাই ভালো। এর পরিবর্তে লাইটওয়েট ও ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করুন।
চোখের সাজ
চোখের সাজেও হালকা লুক রাখা জরুরি। কারণ গরমের দিনে ভারী আইশ্যাডো বা আইল্যাশ দেখতে বেমানান লাগে। তাই খুব বেশি চকচকে রঙের পরিবর্তে ম্যাট আইশ্যাডো ব্যবহার করুন। পোশাকের রঙের সাথে মিলিয়ে বা অপজিট শেডের আইশ্যাডো বেছে নিতে পারেন। প্রাকৃতিক লুক বজায় রাখতে অতিরিক্ত আইল্যাশ এড়িয়ে চলুন। চাইলে চোখের কোলে হালকা করে কাজল দিতে পারেন।
গয়না
গয়নার পছন্দ একেবারেই ব্যক্তিগত ব্যাপার। তবে গরমের দিনে হালকা গয়নাই বেশি মানানসই। বিশেষ করে দিনের বেলায় হালকা ও স্বস্তিদায়ক গয়না পরতে পারেন। তবে রাতের কোনো দাওয়াতে একটু ভারী গয়না পরা যেতে পারে। সাধারণত ঈদে স্বর্ণ, রুপা, অক্সিডাইজ কিংবা গোল্ড প্লেটেড গয়না বেশি পরা হয়। তবে মাটি, কাঠ বা ফুলের গয়না ঈদের মতো উৎসবে খুব একটা মানানসই নয়।
গরমেও নিজেকে সুন্দর ও আরামদায়কভাবে সাজাতে হলে সঠিক পোশাক, মেকআপ ও গয়না নির্বাচন করতে হবে। হালকা, আরামদায়ক ও কম ঝামেলাযুক্ত সাজই গরমের ঈদের জন্য সবচেয়ে ভালো সমাধান।
বিডি প্রতিদিন/আশিক