ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইসলাম পরিবহনের শ্রমিকরা। এ সময় তারা মুক্তাগাছা শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বড়হিস্যা বাজার পর্যন্ত ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ সৃষ্টি করেন। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। এতে রাস্তার দুই পাশে যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে ইউএনও আতিকুল ইসলাম শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এসে দেখতে পান মুক্তাগাছা থেকে ঢাকাগামী স্থানীয় ইসলাম পরিবহনের বাস নির্ধারিত স্টেশনের বাইরে শহরে সড়কের পাশে দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করছে। তখন তিনি সেখান থেকে দ্রুত গাড়ি সরিয়ে নিতে বলেন। একপর্যায়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন ইউএনওর সঙ্গে থাকা আনসার সদস্যরা ইসলাম পরিবহনের চালকদের ওপর লাঠি চার্জ করে। এ সময় চালক মো. ভুলু (৫০) আহত হন। পরে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর প্রতিবাদে সকাল সাড়ে ৯টা থেকে ইসলাম পরিবহনের শ্রমিকরা গাড়ি নিয়ে এসে রাস্তায় এলোপাতাড়িভাবে রেখে সড়ক অবরোধ করেন। চালককে মারধর করা হয়েছে অভিযোগ এনে ইউএনওর বিচার দাবি করেন বাসচালক শ্রমিকরা। মুক্তাগাছার ইউএনও অভিযোগ অস্বীকার করেছেন। ময়মনসিংহ থেকে সেনাসদস্যরা এসে থানার ওসি মো. কামাল হোসেনকে নিয়ে স্থানীয় পরিবহন সেক্টরের নেতা, রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু