সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ৫০ কোটি ৬ লাখ ৪৭ হাজার ১১৮ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বিভিন্ন ব্যাংকের ৩৭২টি হিসাবে এসব টাকা জমা রয়েছে।
এর মধ্যে সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে জমা আছে ১৩ কোটি ৭২ লাখ ৪ হাজার ২৮৮ টাকা। অন্যদিকে তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসাবে আছে ৪১ কোটি ৩৪ লাখ ৪২ হাজার ৮২৯ টাকা। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত গতকাল এ আদেশ দেন। এর আগে এসব সম্পদ অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. জয়নাল আবেদীন। দুদকের আবেদনে বলা হয়, সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। নথি পর্যালোচনায় দেখা যায়, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।