পাঁচ দফা দাবিতে একাডেমিক শাটডাউনের (ক্লাস বর্জন) ঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করেছেন দেশের সব মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সন্ধানী ঢাকা মেডিকেল কলেজের সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন বলেন, এমবিবিএস শিক্ষার্থী না হয়েও অনেকে নিজেদের চিকিৎসক দাবি করে ডাক্তারদের মতো চিকিৎসা দেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের (ডিএমএফ) চিকিৎসক পদবি দাবিতে উচ্চ আদালতে রিট পর্যন্ত করেছে। এজন্য আমরা এ-সংক্রান্ত রিট দ্রুত নিষ্পত্তি চাই। একইসঙ্গে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ডিপ্লোমা অব মেডিকেল ফ্যাকাল্টি ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের
(ডিএমএফ) বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল করতে হবে। কিন্তু আমাদের দাবি পূরণের কোনো পরিবেশ দেখছি না। কর্তৃপক্ষের এ উদাসীনতায় আমরা ক্ষুব্ধ। তিনি আরও বলেন, দেশের অন্য সব মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করে ঢাকা মেডিকেল কলেজের সব শিক্ষার্থী আজ (গতকাল) একাডেমিক শাটডাউন করছি। কাল (আজ) লংমার্চ টু হাই কোর্ট কর্মসূচি পালন করব। এর পরও দাবি মানা না হলে কর্মসূচি আরও কঠোর হবে।
চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্য খাত সংস্কারে পাঁচ দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। রবিবার সকাল ৮টায় ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। একইসঙ্গে পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে ক্লাস বর্জন করছেন চমেক শিক্ষার্থীরা। জানা যায়, চমেক হাসপাতাল অনেকটাই ইন্টার্ন চিকিৎসক নির্ভর। এখন ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মেডিসিন বিভাগের এক রোগীর স্বজন জসিম উদ্দিন বলেন, চিকিৎসা পেতে আমাদের কষ্ট হচ্ছে।
সিলেট : স্বাস্থ্য খাত সংস্কারে পাঁচ দফা আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল দুপুরে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে এ হুঁশিয়ারি দেন তাঁরা। রবিবার থেকে কর্মবিরতি চলছে। এতে হাসপাতালগুলোয় সেবাকার্যক্রমে ব্যাঘাত ঘটছে। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্থায়ী চিকিৎসকদের।
কুমিল্লা : স্বাস্থ্য খাতে নীতিগত অব্যবস্থাপনা দূরীকরণ এবং চিকিৎসাব্যবস্থার মানোন্নয়নসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা। গতকাল কুমিল্লার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রেজা সরোয়ারের কাছে তাঁরা এ স্মারকলিপি প্রদান করেন।
শেরেবাংলা মেডিকেল কলেজে শাটডাউন প্রত্যাহার : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন পেয়ে গতকাল বিকালে কর্মসূচি প্রত্যাহার করা হয় বলে ৫৩ ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম জুনায়েত জানিয়েছেন। এর আগে কলেজে শিক্ষকসংকটে পাঠ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় ১৭ ফেব্রুয়ারি কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর ১৯ ফেব্রুয়ারি ছয়জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু শিক্ষার্থীরা ওই প্রজ্ঞাপন না মেনে সড়ক অবরোধ, বিক্ষোভ কর্মসূচিসহ শাটডাউন অব্যাহত রাখেন।
কলেজের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম জুনায়েত বলেন, নতুন করে ১০ জন শিক্ষককে পদায়ন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি ছয়জনকে পদায়ন করা হয়েছিল।