গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার প্রকাশ্যে অস্ত্রের মহড়া, চাঁদাবাজির ঘটনায় আতঙ্কে আছেন ব্যবসায়ীরা। ঘটনার পরদিন গতকাল দুপুরে কিছু দোকানপাট খুললেও অনেক দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। নিরাপত্তার অভাব ও আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট খোলেননি বলে জানা গেছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় এমসি বাজার এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
শনিবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারে উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম অর্ধশতাধিক লোকজনের মাথায় লাল গামছা বেঁধে, হাতে রামদা নিয়ে মহড়া, ব্যবসায়ীদের টাকা লুটপাট ও প্রকাশ্যে চাঁদা দাবির ঘটনা ঘটায়। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতাকে যুবদল থেকে বহিষ্কার করে। এদিকে, শনিবার দিবাগত রাতে পাঁচজনের নাম উল্লেখ করে গাজীপুরের শ্রীপুর থানায় মামলা করেছেন এমসি বাজারের ব্যবসায়ী হযরত আলী। মামলার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একজনের কাছ থেকে রামদা উদ্ধার করা হয়। সড়ক ও জনপথের জায়গার ওপর এমসি বাজার ইজারা দিয়ে আসছিল উপজেলা প্রশাসন। ওই বাজারের দখল নিতে শনিবার বিকালে অর্ধশতাধিক লোক নিয়ে মাথায় লাল গামছা পেঁচিয়ে ২০-২৫টি রামদা হাতে ওই বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদাদাবি করে যুবদল নেতা জাহাঙ্গীর আলম। গতকাল দুপুরে এমসি বাজারের ব্যবসায়ীরা জানান, গতকালের ঘটনায় এখন বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ রামদা হতে মাথায় লাল গামছা পেঁচিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত। এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। দুই বছর ধরে এমসি বাজারে কাঁচামালের দোকান করেন ব্যবসায়ী হারুন। তিনি বলেন, গত দুই বছরে এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। মাথায় লাল গামছা পরে বাজারে এসে যারা স্লোগান দিয়েছে তাদের শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল, হাতে রামদা। তখনকার পরিস্থিতি আসলে বোঝানোর মতো না। অপর ব্যবসায়ী রুহুল আমিন বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দেশি অস্ত্র নিয়ে বাজারে প্রবেশ করে বিভিন্ন স্লেøাগান দেওয়া শুরু করে। একপর্যায়ে মাইকে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিভিন্ন দোকান থেকে চাঁদা তোলা শুরু করে। এ সময় আতঙ্কে ব্যবসায়ীরা দোকান ছেড়ে চলে যান। আমরা নিরাপত্তাহীনতায় আছি কখন যে কি হয়, গতকালও অনেক ব্যবসায়ী দোকান খোলেননি। বিকালে আরও কিছু দোকানপাট খুলতে পারে বলে তিনি জানান। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন ম ল বলেন, শনিবার দিবাগত রাতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনের নামে মামলা করেছেন এক ব্যবসায়ী। ইতোমধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এক আসামির কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূলহোতা জাহাঙ্গীর আলমসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।