প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী অবৈধ অভিবাসী গ্রেপ্তারে সক্ষম না হওয়ায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) শীর্ষ কর্মকর্তা ক্যালিব ভিটোলেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এ দায়িত্ব দিয়েছিলেন ব্যাপক অভিযান চালিয়ে দৈনিক অন্তত ১২০০ অবৈধকে গ্রেপ্তার করতে। কিন্তু তা করতে সক্ষম হননি তিনি। একটি সূত্রে জানা গেছে, দৈনিক ৬০০ জনেরও কম গ্রেপ্তার হয়েছে। এজন্য প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন বিরক্ত।
ব্যর্থতার বিষয়ে গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী কয়েকজন কর্মকর্তা উল্লেখ করেছেন, অভিযান বাস্তবায়িত করার পূর্বশর্তগুলো পূরণ করা হয়নি। অর্থাৎ নাম-ঠিকানাসহ সুনির্দিষ্ট তালিকা সরবরাহ করা হয়নি। অভিযানের তথ্য আগেই ফাঁস হওয়ায় অনেকে ঠিকানা বদলিয়েছেন। আবার অনেকে ঘরের ভিতরে থেকেও দরজা খোলেননি। আইসের কাছে এমন কোনো ডকুমেন্ট নেই যে, তারা দরজা ভেঙে ভিতরে ঢুকবেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ব্যতিত কারও ঘরে জোরপূর্বক প্রবেশাধিকার থাকে না কোনো কর্মকর্তারই। এ ছাড়া আইসের এমন জনবল কিংবা অর্থবলও নেই যে, টার্গেটেড ব্যক্তিটি বাসা থেকে বের না হওয়া পর্যন্ত আশপাশে ওতপেতে থাকবেন।