যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে দেশজুড়ে আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬৮৬ জন। গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫৯১ জন। অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৯৫ জনকে।
তিনি জানান, ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল, একটি চাইনিজ রাইফেল (পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র), দুটি এলজি, চারটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, ২০টি ককটেল, ছয়টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লাস, একটি সেলাই রেঞ্জ, লোহার দুটি পাইপ, একটি কাটার এবং তিনটি কিরিচ জব্দ করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর-
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও নিয়মিত অভিযান পরিচালনা করে এক দিনে ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী
গাজীপুর : অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিন গতকাল গাজীপুরে মোট ৪৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আট থানায় ৪০ জন ও গাজীপুর জেলায় পাঁচ থানায় আটজনকে আটক করেছে পুলিশ। আটকরা বেশির ভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত ১২টা থেকে গত মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদের গ্রেপ্তার করে।
নোয়াখালী : যৌথ অভিযানে নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে ১৫ জনকে। মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌপুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। এ সময় আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতা-কর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী সফি রয়েছে।
দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাসুদ রানা সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় ফুলবাড়ী পৌর শহরের পূর্ব গৌরীপাড়া গ্রামের চকলেট ফ্যাক্টরির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর : অপারেশন ডেভিল হান্টের আওতায় ২৪ ঘণ্টায় যশোর জেলায় সাতজনকে আটক করা হয়েছে। যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার ভোর ৬টা থেকে গতকাল ভোট ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এদের আটক করা হয়। আটকদের মধ্যে যশোর ঝিকরগাছা ও বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে দুজন করে এবং কোতোয়ালি, বাঘারপাড়া ও শার্শা থানা এলাকা থেকে একজন করে রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগের সহসভাপতি সাইদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদুল ইসলাম সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও একই গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে।
খুলনা : যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযানে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুুল খালেকের ঘনিষ্ঠ সহযোগী নাসির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাগেরহাটে মোংলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা উপজেলার দুই আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জ : ‘ডেভিল হান্ট’ অভিযানে বাহুবল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঈমান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ¯œানঘাট বাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মৌলভীবাজার : অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে পুলিশ।
চাঁদপুর : চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সরাসরি হামলায় জড়িত এবং একাধিক মামলার আসামি পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাকন গাজীকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ওয়্যারলেস বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।