রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কলেজ শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সহপাঠীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের সামনের সড়ক অবরোধ ও কলেজের ভিতরে বিক্ষোভ করেছে নিহত শিমুলের সহপাঠীরা। পুলিশ জানিয়েছে, শিমুল নিহতের ঘটনায় নগরীর মতিহার থানায় মামলা হবে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
শিমুলের সহপাঠীরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় সহপাঠীরা শিমুল নিহতের ঘটনায় বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে রাজশাহী কলেজের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিকল্প সড়কে যানবাহন চলাচল করে। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের বিনোদপুর গেটসংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। সড়কে তারা বিক্ষোভ করে প্রক্টরের পদত্যাগ দাবি করেন। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, রাবিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজশাহী কলেজের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে জানালে শিক্ষার্থীরা সরে গেছেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি আরও বলেন, শিমুল নিহতের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। পুলিশের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মামলা করবেন বলে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত আছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুলকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ওই শিক্ষার্থী কীভাবে মারা গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শিমুলের বাড়ি নগরীর বুধপাড়া এলাকায়।