দিনভর বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। গতকাল প্রথমে কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে পুলিশ সরিয়ে দিলে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল মার্চের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইনুদ্দিন বাবু বলেন, ‘প্রবাসীকল্যাণ ভবনে আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে তাদের পর্যায়ক্রমে মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে। স্যার আরও বলেছেন যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি তাদের এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য। তাদের পর্যায়ক্রমে অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। স্যার আমাদের বলেছেন উনাদের ওপর বিশ্বাস রাখার জন্য।’ এর আগে সকালে চার দফা দাবি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা। বেলা ১১টার পর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন, পরে অবস্থান কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, সরকার আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে চলে যাবেন। না হলে আন্দোলন চালিয়ে যাবেন। এরপর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি মার্চ-এপ্রিলে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে বলে আশ্বস্ত করেন। কিন্তু তাঁর আশ্বাসেও সড়ক ছাড়েননি বিক্ষোভকারীরা। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলেন। আইন উপদেষ্টার আশ্বাসে তারা রাস্তা ছাড়েন। কর্মসূচি স্থগিত করে যাওয়ার আগে আন্দোলনকারীরা আরেকটি ঘোষণা দিয়ে যান। যদি সরকার আশ্বাস অনুযায়ী কথা না রাখে তাহলে তারা আবারও রাস্তায় নামবেন এবং তীব্র আন্দোলন করবেন।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু