১৫ দিনের ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এবার এক কন্যা শিশু নিহত ও পুড়ে গেছে ৩ শতাধিক বসতঘর, স্কুল, গুদামঘর এবং দোকান। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের মোছনী ২৬ নম্বর ক্যাম্পের জি-২ ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও রোহিঙ্গাদের প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ারসার্ভিস কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, স্থানীয় রোহিঙ্গারা জানান, রাতে হঠাৎ বাজারের পাশে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, নিহত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বসতঘর পুড়ে যাওয়ায় ৪ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘরবাড়ি হারাদের বর্ডারগার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় পাশের রোহিঙ্গা শিবিরগুলোর মসজিদ, মাদরাসা ও স্কুলসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়া হয়েছে। ২৪ ডিসেম্বর উখিয়ার ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে যায় ৫ শতাধিক ঘর এবং সে সময় শিশু ও বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়।