মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফের পশ্চিম উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ওসি গিয়াস উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া নোয়াখালীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
ওসি গিয়াস উদ্দিন বলেন, একটি মাছ ধরার বোটে করে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। কিছু অসাধু চক্রের মাধ্যমে তারা প্রবেশের চেষ্টা করে। শামলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে এসব রোহিঙ্গা সহজে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এখানে আরও নজরদারি বাড়ানো দরকার। অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, অবৈধভাবে অনুপ্রবেশরোধ করতে সব আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।