মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. পুরনজিত মহালদার। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এ মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমেছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধানিবেদন শেষে নিজ এলাকায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
তরুণ এ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ খান। শিক্ষা ও গবেষণা কর্মকান্ডে প্রয়াত শিক্ষকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁরা বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা বলেন, মৃত্যু অমোঘ ও অবশ্যম্ভাবী হলেও এই প্রতিভাবান তরুণ শিক্ষকের মৃত্যু অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল। এর আগে ১৩ জানুয়ারি ড. মহালদার বেলা ৩টার দিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে যাওয়ার পথে নগরীর বারোরাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাস্তায় গাড়িকে সাইড দিতে গিয়ে তার স্কুটির চাকা বালুতে স্লিপ করে এবং তিনি রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। অচেতন অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিক সকাল ৯টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ এলাকা খুলনার ডুমুরিয়ায় নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
ড. মহালদার ২০১২ সালে বাংলা বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০২০ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ‘আহমদ ছফার কথাসাহিত্য’ শীর্ষক গবেষণা গ্রন্থসহ তাঁর বেশ কিছু প্রবন্ধ গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে। তিনি স্ত্রী ও দুই শিশুকন্যা রেখে গেছেন। তরুণ এ শিক্ষকের মর্মান্তিক মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বাংলা বিভাগের শিক্ষার্থীরা বলেন, তিনি ছিলেন আমাদের স্থানীয় অভিভাবক। যে কোনো প্রয়োজন বা আবদার তিনি হাসিমুখে মেটানোর চেষ্টা করতেন। স্যারের এ মর্মান্তিক মৃত্যু হৃদয়বিদারক। প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন তারা।
বিভাগের সভাপতি ড. শহীদ ইকবাল বলেন, তরুণ এ শিক্ষকের মৃত্যু বিভাগের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।