তুরস্কের একটি আদালত রোববার ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ইমামোলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একজন প্রধান প্রতিদ্বন্দ্বী।
তুর্কি আদালতের রোববারের এ পদক্ষেপ এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভে ইন্ধন জোগাবে বলেই ধারণা করা হচ্ছে। ইমামোলুকে এ মুহূর্তে এরদোগানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে, দিনকয়েক আগে তাকে দুর্নীতি, সন্ত্রাসী সংগঠনকে সহায়তাসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ইমামোলু ২০১৯ সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন, যা এরদোগানের দল একে পার্টির জন্য একটি বড় পরাজয় ছিল। তিনি তুরস্কের প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা। ১৯ মার্চ তাকে আটক করা হয়। স্থানীয় বার্তা সংস্থা আন্দোলু এজেন্সি জানিয়েছে, একই সময়ে ইমামোলুর সঙ্গে ঘনিষ্ঠ বা যোগাযোগ আছে এমন আরও প্রায় ১০০ জনকে আটক করা হয়। ইমামোলুর বিরুদ্ধে পৌর চুক্তি সংক্রান্ত দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ ও অর্থ পাচার ছাড়াও সন্ত্রাসবাদ সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে ইমামোলু ৩৫ বছর পর্যন্ত কারাদ পেতে পারেন।
এদিকে, ইমামোলুর গ্রেপ্তারের ঘটনায় তার সমর্থকরা তুরস্কজুড়ে ব্যাপক বিক্ষোভ করছেন।
-ডয়চে ভেলে