দক্ষিণ কোরিয়াজুড়ে ২০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। এসব দাবানলে গতকাল দুজন দমকল কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া দাবানলের কারণে দেশটির সরকার ওই অঞ্চলে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে উত্তর কিয়ংসাংয়ের উলসান, উইসেয়ং এবং কিয়ংসাং অঞ্চলের আরও কয়েকটি শহর। শুক্রবার ওই অঞ্চলের সাতটি গ্রামের দুইশরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সানছং কাউন্টিতে প্রথম শুরু হওয়া দাবানল আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে দাবানল মোকাবিলা অভিযান ব্যাহত হওয়ায় গতকাল আরও কয়েকটি গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। -রয়টার্স