ভারতের পশ্চিমবঙ্গে গতকাল বিকালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ হারিয়েছেন ছয়জন। নদীয়া জেলার চাপড়া থানার চারাতলা পেট্রল পাম্পের কাছে কৃষ্ণনগর-করিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, যাত্রীবাহী গাড়ির সঙ্গে পরপর তিনটি ইজিবাইকের সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। প্রথমে ঘটনাস্থলেই এক শিশুসহ দুই নারীর মৃত্যু হয়। পরে আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় বাকিদের। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে চাপড়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক শিশু ও দুই নারীকে প্রথমে মৃত বলে ঘোষণা করেন। বাকি প্রায় ১০ থেকে ১২ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। সেখানে মৃত্যু হয় আরও এক নারী ও দুই পুরুষের। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই গাড়িটিতে ভাঙচুর চালায়।