যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের ওপর তাদের অধিকার নিশ্চিত করতে চায়। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ বিষয়ে চুক্তি করতে হবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউক্রেনের পেছনে ব্যয় করা যুদ্ধের খরচ বাবদ দেশটির বিরল খনিজ সম্পদের দাবি করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘রুশ আক্রমণ প্রতিরোধে কিয়েভের জন্য শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে ইউক্রেনের বিশাল প্রাকৃতিক সম্পদের একটি অংশ পাওয়ার অধিকার রয়েছে ওয়াশিংটনের।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি ৫০০ বিলিয়ন ডলারের বিরল খনিজ চাই। তারাও এতে রাজি হয়েছে। আমি বলেছি, আমাদের কিছু পেতে হবে। কারণ, আমরা এত অর্থ বিনা কারণে ব্যয় করতে পারি না।’ তিনি বিনিময় ছাড়া নিরবচ্ছিন্ন সহায়তাকে ‘বোকামি’ বলেও অভিহিত করেন। তবে গত বুধবার ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন জেলেনস্কি। -বিবিসি