মালির পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। আফ্রিকার সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশগুলোর একটি মালি। দেশটিতে প্রায়ই খনিতে ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটে। মালিতে অবৈধ অনেক সোনার খনি রয়েছে। গতকাল ধসে পড়া খনিটিও অবৈধ। সেটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। পেশাদার শ্রমিকদের ফেলে যাওয়া খনিটি থেকে উন্মুক্ত পদ্ধতিতে সোনার টুকরো তুলতে অনেকেই সেখানে নেমেছিলেন, এরপরই ধসের ঘটনা ঘটে।
সোনার পরিমাণ নির্ণয় ও পরিশোধনে নিয়োজিত শ্রমিকদের ইউনিয়ন ইউসিআরওএমের মহাসচিব তাউলে কামারার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার মালির কায়েস অঞ্চলের কেনেইবা শহরের কাছে ওই পরিত্যক্ত খনিতে দুর্ঘটনাটি হয়।
কামার জানান, পেশাদার শ্রমিকদের ফেলে যাওয়া খনিটি থেকে উন্মুক্ত পদ্ধতিতে সোনার টুকরো তুলতে শনিবার অনেকেই সেখানে নেমেছিলেন, এরপরই ধসের ঘটনা ঘটে। এভাবে সোনা তুলতে গিয়ে দুর্ঘটনাও সেখানে প্রায়ই দেখা যায়। গত মাসে এরকমই এর দুর্ঘটনায় দক্ষিণ-পশ্চিম মালিতে ১৩ খনি শ্রমিক নিহতও হয়।-এএফপি