ক্যাপিটল ভবনে দাঙ্গার অপরাধে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। তারই ক্ষতিপূরণ দিচ্ছেন এক্সের মালিক ইলন মাস্ক। তিনি ক্ষতিপূরণ বাবদ ট্রাম্পকে ১ কোটি ডলার দিচ্ছেন। সাবেক টুইটারের (বর্তমানে যার নাম এক্স) বর্তমান প্রধান ইলন মাস্ক। ২০২১ সালে এর সিইও ছিলেন জ্যাক দরসি। ওই বছর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে আক্রমণ চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা। নির্বাচনে হার মেনে নিতে না পেরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীদের হামলা করতে উৎসাহিত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেজন্য টুইটার এবং ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল।
ট্রাম্প এর বিরুদ্ধে টুইটার এবং ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। -গার্ডিয়ান