ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তারক্ষী ও মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ৩১ মাওবাদী নিহত হয়েছে। মৃত্যু হয়েছে দুই সেনা জওয়ানেরও। গতকাল ভোরের দিকে বিজাপুরের ইন্দ্রবতী জাতীয় পার্কে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (বাস্তার রেঞ্জ) সুন্দররাজ পি জানিয়েছেন, ছত্তিশগড় পুলিশের মাওবাদী দমনে বিশেষজ্ঞ ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল ট্রাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ বাহিনী অভিযানে নামে। তাতে এ হতাহতের ঘটনা ঘটেছে। ৩১ মাওবাদী নিহত হওয়ার পাশাপাশি ডিআরজি এবং এসটিএফের একজন করে জওয়ান নিহত হয়েছেন। পাশাপাশি এ সংঘর্ষে অন্য দুই জওয়ান গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা গেছে, এদিন ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলেও তা বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। দুপুরের দিকে ঘটনাস্থল থেকে ৩১ মাওবাদী লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় একে-৪৭, এসএলআর, ইনসাস রাইফেল, গ্রেনেড লঞ্চারসহ বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ। পরে মাওবাদীদের সন্ধানে ঘটনাস্থলে আরও বেশি সংখ্যায় নিরাপত্তা বাহিনী পাঠানো হয়। এ নিয়ে চলতি বছরে ইন্দ্রবতী জাতীয় পার্কে দুটি মাওবাদী অভিযানের ঘটনা ঘটল। এর আগে গত ১২ জানুয়ারি এক অভিযানে তিনজন মাওবাদী নিহত হয়।
২ হাজার ৭৯৯ বর্গকিলোমিটার বিস্তৃত এ ইন্দ্রবতী জাতীয় পার্ক মাওবাদীদের সেফ হেভেন বলে পরিচিত। ছত্তিশগড় ছাড়াও মহারাষ্ট্রের সঙ্গে সীমান্ত রয়েছে এ পার্কের।