ভারতের পুনেতে দ্রুত ছড়িয়ে পড়ছে বিরল নিউরোলজিক্যাল রোগ গুইলেন বারে সিনড্রোম (জিবিএস)। গত শুক্রবার পর্যন্ত এই রোগে ৭৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৭ জন পুরুষ এবং ২৬ জন নারী রয়েছেন।
জিবিএস কী? : গুইলেন বারে সিনড্রোম (জিবিএস) একটি বিরল রোগ যা শরীরের প্রতিরক্ষাব্যবস্থাকে ভুলভাবে তার পেরিফেরাল স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক এবং মেরুদন্ডের বাইরে অবস্থিত স্নায়ু সিস্টেমের অংশে আক্রমণ করে। এটি আক্রান্তদের দুর্বল করে এবং পক্ষাঘাতের মতো অবস্থা তৈরি করতে পারে। তবে আশার কথা হলো, বেশির ভাগ ক্ষেত্রে আক্রান্তরা গুরুতর অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠেন।
জিবিএসের লক্ষণ : এ রোগের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাত বা পায়ের অনুভূতি বা সঞ্চালন ক্ষমতা কমে যাওয়া। শিশুদের মধ্যে হাঁটতে সমস্যা বা হাঁটতে অস্বীকার করা দেখা যেতে পারে। শরীরের উভয় পাশে দুর্বলতা একটি প্রধান উপসর্গ হিসেবে প্রদর্শিত হয়। -টাইমস অব ইন্ডিয়া