ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করল দেশটির নির্বাচন কমিশন। গতকাল দিল্লিতে সংবাদ সম্মেলন করে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। দিল্লি বিধানসভায় মোট আসন সংখ্যা ৭০। এক দফাতেই ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। গণনা ৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি।
দিল্লিতে মোট ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৫৫ লাখ। দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।
ধারণা করা হচ্ছে, দিল্লিতে ত্রিমুখী নির্বাচন হবে। ক্ষমতাসীন দল ‘আম আদমি পার্টি’ (আপ) ছাড়াও নির্বাচনি লড়াইয়ের ময়দানে থাকবে বিজেপি ও কংগ্রেস। ২০১৫ এবং ২০২০ সালে জয়লাভ করেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। তবে সাম্প্রতিক সময়ে সেই দলের বিরুদ্ধেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সাবেক মন্ত্রী সত্যেন্দ্র জৈন, দলের সাংসদ সঞ্জয় সিং-এর মতো নেতাদের। এমনকি গত বছরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল কেজরিওয়ালকে। ফলে আপের তৃতীয়বারের জন্য জয় একেবারে কাঁটা মুক্ত হবে না।
বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।