যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ ২০ জানুয়ারি। কিন্তু ওই শপথ অনুষ্ঠানের দিনও মার্কিন পতাকা অর্ধনমিত থাকবে। সম্প্রতি প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মরণে এক মাস পতাকা অর্ধনমিত রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ জানুয়ারি কার্টারের স্মরণসভায় যোগ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করা ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যাল পোস্টে এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, তার শপথ অনুষ্ঠানের সময় পতাকা অর্ধনমিত রাখা ডেমোক্র্যাটদের আনন্দিত করেছে। ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা উল্লসিত যে আমার শপথ অনুষ্ঠানের দিন আমাদের মহান আমেরিকার পতাকা ‘অর্ধনমিত’ অবস্থায় থাকতে পারে। তারা আসলে দেশকে ভালোবাসে না, কেবল নিজেদের কথা ভাবে।
ট্রাম্প আরও দাবি করেন, কার্টারের মৃত্যুর কারণে প্রথমবারের মতো কোনো ভবিষ্যৎ প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের দিন পতাকা অর্ধনমিত রাখা হবে। কেউই এটি দেখতে চায় না। কোনো প্রকৃত আমেরিকান এটি মেনে নিতে পারে না। দেখা যাক কী হয়। এএফপি