ইয়েমেনে মার্কিন হামলায় দুইজন নিহত হয়েছেন। হুতি যোদ্ধাদের সাথে সম্পৃক্ত মিডিয়া আল মাসিরাহ টিভি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, পশ্চিম ইয়েমেনের বানি কাইস এলাকায় মারাত্মক বিমান হামলায় নিহতের এই ঘটনা ঘটে। এই হামলায় এক শিশুও আহত হয়েছে।
রবিবার সন্ধ্যার ইয়েমেনে মার্কিন এই হামলাগুলো হয়েছে। যার বেশিরভাগই রাজধানী সানার কাছে হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতদের বিষয়ে বিশদ তথ্য দেয়া হয়নি।
এর আগে হুতি যোদ্ধারা লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে পুনরায় আক্রমণ শুরুর হুমকি দিলে, গত ১৫ মার্চ ইয়েমেনে হামলা শুরু করে মার্কিন বাহিনী। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ওই হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫৯ জন নিহত এবং ১৩৬ জন আহত হয়েছেন।
ইয়েমেনের হুতি যোদ্ধারা বলেছে, গাজায় আক্রমণের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে তারা লোহিত সাগরে হামলা চালিয়ে যাবে। উপত্যকায় হামলা বন্ধ না হলে, তারাও হামলা বন্ধ করবে না।
বিডি প্রতিদিন/আরাফাত