ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়াকে আলোচনায় আনতে সাহায্য করায় চীনের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।
বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের দিয়াওয়ুতাই রাষ্ট্রীয় অতিথিশালায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে চীন ভূমিকা পালন করতে পারে।
তিনি আরও বলেন, ‘ইউক্রেনের ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ফ্রান্স এবং চীনকে অবশ্যই সমন্বয় সাধন করতে হবে। রাশিয়াকে গুরুতর ও সৎ বিশ্বাসের প্রস্তাব নিয়ে আলোচনার টেবিলে আসতে রাজি করাতেও চীনের ভূমিকা রয়েছে।’
সূত্র : এপি।
বিডি-প্রতিদিন/বাজিত