অস্ট্রেলিয়া আজ বৃহস্পতিবার নতুন একটি আইন পাস করেছে, যার অধীনে প্রকাশ্যে নাৎসি স্যালুট দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে এবং বাধ্যতামূলক কারাদণ্ডের মুখে পড়তে হবে।
দ্য ইনডিপেনডেন্ট জানায়, নতুন আইনটি মূলত ইসরায়েল-গাজা যুদ্ধের পর অস্ট্রেলিয়ায় ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলার বৃদ্ধি পাওয়ায় প্রতিক্রিয়া হিসেবে প্রণীত হয়েছে।
নতুন আইনে নাৎসি স্যালুটকে কম গুরুতর ঘৃণাত্মক অপরাধ হিসেবে চিহ্নিত করা হলেও, এর জন্য কমপক্ষে ১২ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া, কেউ সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত হলে তাঁকে সর্বোচ্চ ৬ বছরের কারাদণ্ড দেওয়া হবে।
সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে ইহুদি উপাসনালয়, ভবন ও ব্যক্তিগত গাড়ির ওপর হামলা বেড়েছে। এমনকি সিডনিতে বিস্ফোরকভর্তি একটি ক্যারাভান উদ্ধার করা হয়, যা ইহুদি সম্প্রদায়ের লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে তদন্তে জানা গেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ প্রসঙ্গে স্কাই নিউজকে বলেন, "যারা ইহুদি বিদ্বেষ ছড়াবে, তাদের আইনের আওতায় এনে অভিযুক্ত করা হবে এবং কারাগারে পাঠানো হবে।"
প্রথমে বাধ্যতামূলক কারাদণ্ডের বিরোধিতা করলেও, বর্তমান পরিস্থিতির কারণে আইনটির পক্ষে অবস্থান নিয়েছেন আলবানিজ।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট, স্কাই নিউজ
বিডি প্রতিদিন/আশিক