গাজার শাসক গোষ্ঠী হামাস চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রবিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ছয় জিম্মির মধ্যে তিনজনকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে। আর বাকি তিনজনকে মুক্তি দেওয়া হবে শনিবার।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেছেন- চুক্তির কোনও ধরনের লঙ্ঘন সহ্য করা হবে না। গাজায় থাকা সব জিম্মিকে (জীবিত ও মৃত) ফেরত আনার জন্য ইসরায়েল সরকার কাজ চালিয়ে যাবে।
একই সঙ্গে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার থেকে গাজার উত্তরাঞ্চলে ফেরার অনুমতি নেতানিয়াহু দেবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার সকাল থেকেই উত্তর গাজায় ফিরতে দেবে ইসরায়েল।
বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এখন উত্তর গাজায় ফেরার অপেক্ষায় আছেন।
১৯ জানুয়ারি গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে কারাবন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। সূত্র: বিবিসি, ডয়েচে ভেলে, আরব নিউজ
বিডি প্রতিদিন/একেএ