দেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা দেশের নিরাপত্তা সেভাবে দিতে পারছে না এবং ইমারজেন্সির কথা কেউ কেউ বলছেন-এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, যা গুজব তা নিয়ে মন্তব্য করার কিছু নেই। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তনসংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেনস টু বাংলাদেশ’ স্বাক্ষরটি অনুষ্ঠিত হয়।
পরে প্রেস ব্রিফিংয়ে সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিকই আছে। ঈদের ছুটিতে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেজন্য সরকার সতর্ক থাকবে এবং সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সামনে ঈদে নয় দিনের একটা বড় ছুটি, এ সময়ের নিরাপত্তাসংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র সচিব বলেন, আমরা ভিজিল্যান্সি একটুও কমাইনি। প্রতি রাতে দুজন করে অফিসার ঢাকা শহরে প্যাট্রোলিং কতটা হচ্ছে না হচ্ছে, সেটা দেখতে সরাসরি যাচ্ছেন এবং সারা রাত দেখছেন। ঈদে বরাবর যে নিরাপত্তাব্যবস্থাগুলো নেওয়া হয় এর সবই নেওয়া হবে। আমরা সতর্ক থাকব যাতে কিছু না হয়। নাসিমুল গনি জানান, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার বাংলাদেশে করার বিষয়েও আলোচনা হয়েছে। যত দ্রুত সেটা করা যায় তারা সে ব্যাপারে পদক্ষেপ নেবে। ঈদের পরই এটা হয়ে যাবে বলে আশা করছেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন আইজিপি বাহারুল আলম। অস্ট্রেলিয়ার পক্ষে স্বাক্ষর করেন অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ। এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলে।