রোহিঙ্গাদের তাদের দেশে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি করার জন্য জাতিসংঘ মহাসচিবের কাছে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। গতকাল ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর জাতিসংঘের মহাসচিবের উদ্দেশে বলেন, আপনারা সুন্দর পরিবেশ তৈরি করে তাদের প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি করে দিন। একত্র হলে সুন্দর দেশ গড়ে উঠবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।