ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। গত রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বাংলাদেশ প্রতিদিনকে গত রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আজ শুক্রবার বাদ জুমা অধ্যাপক আরেফিন সিদ্দিকের নামাজে জানাজা ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে। ৬ মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় অধ্যাপক আরেফিন সিদ্দিক পড়ে গিয়ে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গেই তাঁকে ইব্রাহিম কার্ডিয়াকের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। মৃত্যু পর্যন্ত তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সাল পর্যন্ত টানা এ দায়িত্ব পালন করেন। উপাচার্যের দায়িত্ব পালন শেষে তিনি নিজ বিভাগে যোগ দেন। ২০২০ সালের জুনে শিক্ষকতা থেকে অবসরে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক অত্যন্ত সজ্জন এবং ছাত্রছাত্রীবান্ধব শিক্ষক ছিলেন। ছাত্রছাত্রীরা যে কোনো প্রয়োজনে তাঁকে পেতেন। পিতৃস্নেহে তিনি তাদের আগলে রাখতেন। অধ্যাপক আরেফিন সিদ্দিক শিক্ষক মহলেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন।
শিরোনাম
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)