অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আজ কক্সবাজার আসছেন। বিশ্বের বৃহৎ আশ্রয় ক্যাম্প হিসেবে পরিচিতি পাওয়া উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে আসছেন এই দুই ভিভিআইপি।
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন আজ ১৪ মার্চ সকাল সাড়ে ১০টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। এরপর কক্সবাজার শহর থেকে জাতিসংঘ মহাসচিব যাবেন উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে। বিকাল ৪টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে উখিয়ায় পৌঁছাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিকালে দুজনই লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার আয়োজনে অংশগ্রহণ করবেন। সফরকালে গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন। ওইদিন বিকালে তিনি কুতুপালং শরণার্থী শিবিরে ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ২০১৮ সালে রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছিলেন। তবে প্রধান উপদেষ্টা হিসেবে এটি ড. মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা ক্যাম্পে প্রথম সফর।
সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। যার মধ্যে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৫২০ জন। পরিবার রয়েছে ২ লাখ ৪ হাজার ২৭৪টি। আশ্রিতদের মধ্যে ৫২ শতাংশ শিশু, ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ৪ শতাংশ বয়স্ক রয়েছে। যার মধ্যে ৪৯ শতাংশ পুরুষ এবং ৫১ শতাংশ নারী। আর প্রতি বছর ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করে। ২০১৭ সালে ৮ লাখ ৫০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করে। ২০২৪ সালে ৬৪ হাজার ৭১৮ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করে।
নিরাপত্তা জোরদার : গুরুত্বপূর্ণ এ দুজনের সফর ঘিরে কক্সবাজার এবং উখিয়ায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ মোড় সাজানো হয়েছে ব্যানার ফেস্টুনে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের কক্সবাজার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। সাদা পোশাকের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। নিয়োজিত রয়েছে ১ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পুলিশ কক্সবাজার বিমানবন্দর থেকে ক্যাম্প পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তুলেছে।
রোহিঙ্গাদের মাঝে উচ্ছ্বাস : উখিয়ার আশ্রয়শিবিরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর ঘিরে রোহিঙ্গাদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস-আনন্দ। এরই মধ্যে প্রস্তুত হয়েছে লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করার স্থান। মেরামত করা হয়েছে রাস্তাঘাট আর নতুন করে সেজেছে পরিদর্শনের স্থানগুলো। লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার ঐতিহাসিক ঘটনা এবং রোহিঙ্গারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
নতুন করেছে সেজেছে ক্যাম্প : উখিয়ার বর্ধিত ক্যাম্প-২০। চারপাশ অনেকটা পাহাড়বেষ্টিত। এখানেই লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে হেলিপ্যাডের কাছে একটি সেন্টারে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও নারীদের সঙ্গে বৈঠক করবেন। এরই মধ্যে জোন ভাগ করে রোহিঙ্গাদের বসার জন্য বিছানো হয়েছে ত্রিপল। তৈরি করা হয়েছে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র।
জাতিসংঘ মহাসচিব ১৮ নম্বর ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা এবং ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন।
আশ্রয়শিবিরে কার্যক্রমগুলোর তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। সঙ্গে রয়েছে পুলিশ, এপিবিএন, জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কয়েক স্তরে নিরাপত্তাবলয় থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।