ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী গতকালও বিএনপি দেশের বিভিন্ন স্থানে জনসমাবেশ করেছে। এর মধ্যে সাভারে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থেকে দল করলে লোকে কিংস পার্টি বলবে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সাভার : সাভারের ধামরাই উপজেলার যাত্রাবাড়ী মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা চাই বর্তমান সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করুক। দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ লক্ষ্যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। গতকাল বিকাল ৩টা আয়োজিত এ সমাবেশের মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে আরও বলেন, ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে কিংস পার্টি বলবে, জনগণও এটা মেনে নেবে না। তিনি বলেন, আমরা অন্যান্য দলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। লক্ষ্য আমাদের একটাই-দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবি ও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। সমাবেশে ফখরুল বলেন, নতুন সুযোগ যেন আমরা হেলায় না হারাই সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কারণ শত্রুরা দেশে বিভিন্ন রকম টোপ ফেলছে। ট্রাপ করছে, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপির নেতা-কর্মীরা সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছেন। পঙ্গুত্ববরণ করে অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন। কিন্তু এখন নতুন নতুন বয়ানে বিএনপির অবদানকে বাদ দেওয়া হচ্ছে। কিছু ছাত্রনেতার কথাবার্তায় মনে হয় তারা আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়েছে। আমরা এখনো বলছি, এ আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের সফলতা।’
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশটি হয় জাতীয় বীর আবদুুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে। বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার সময় নির্ধারণ থাকলেও ১১টা থেকে দলীয় নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন।
রাঙামাটি : রাঙামাটির জনসমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, নির্বাচন ছাড়া দেশে কোনো সংস্কার সম্ভব নয়। দেশের অরাজকতা নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র নির্বাচিত সরকার। দেশের মানুষ শান্তি চায়, স্বস্তি চাই। তাই মানুষ নির্বাচন চায়। দ্রুত নির্বাচন দেওয়া না হলে বিএনপি আন্দোলনে নামতে বাধ্য হবে।
গতকাল বিকাল ৫টায় রাঙামাটি বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে আয়োজিত এই বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হাবিব-উন-নবী খান সোহেল। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম।
গাইবান্ধা : গতকাল বিকালে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, ‘বর্তমান সরকারের দায়িত্বে থাকা উপদেষ্টারা ক্ষমতায় থেকে সরকারি দল গঠন করলে মানুষ তা মেনে নেবে না। রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতা ছেড়ে দিয়ে মাঠে আসুন। আমরা অভিনন্দন ও স্বাগত জানাব।’
গোপালগঞ্জ : বেলা ১১টায় গোপালগঞ্জের স্থানীয় পৌর পার্কে কেন্দ্র ঘোষিত বিএনপির এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও প্রধান বক্তা হিসেবে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বক্তব্য দেন। সমাবেশে আসাদুজ্জামান রিপন বলেন, আওয়ামী লীগপ্রধান ও তার নেতা-কর্মীদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক গড়ে না ওঠায় শেখ হাসিনা ও তার সরকার ফ্যাসিস্টে পরিণত হয়ে ওঠে। তিনি বলেন, রাজনৈতিক নেতা যখন দেউলিয়া হয়ে যায়, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে স্বৈরাচারী হতে হয়। তাকে জুলুমবাজ হতে হয়, তখন তাকে খুন-গুমের আশ্রয় নিতে হয়। সমাবেশে শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার দেশে ডেভিল হান্ট কর্মসূচি শুরু করেছে। অথচ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসংখ্য ডেভিল রয়েছে।’
মাগুরা : মাগুরার সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, ‘গণতন্ত্রহীনভাবে রাষ্ট্র চলতে পারে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের সাত মাস অতিবাহিত হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে কোনো আয়োজন দেখছি না।’ তিনি বলেন, দেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জনগণ মেনে নেবে না।