কবে আসবে তরুণদের দল? দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন না ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিন-তারিখ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা। দল গঠন এবং আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজনের সঙ্গে জড়িত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা বলছেন, অনানুষ্ঠানিকভাবে আপাতত ২৬ ফেব্রুয়ারির ডেডলাইন ধরে চলছে আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজনের কার্যক্রম। তবে ২৭ কিংবা ২৮ ফেব্রুয়ারিতেও চলে যেতে পারে আত্মপ্রকাশের তারিখ। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন উপকমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২৮ ফেব্রুয়ারির বেশি সময় আমরা নিতে চাই না। কারণ মার্চের ১ তারিখ থেকে পবিত্র রমজান শুরু হবে। আপাতত গত বুধবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ফেব্রুয়ারিকে টার্গেট করেই আমরা এগিয়ে যাচ্ছি। ওইদিন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠান হতে পারে। সব কিছু চূড়ান্ত হয়ে গেলে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে। সূত্র জানায়, শীর্ষ কয়েকটি পদের নেতৃত্ব নিয়ে সমাধান মিললেও বাকি পদগুলোতে কে কোন পদে আসবেন তার সুরাহা না হওয়ায় তৈরি হয়েছে এই সিদ্ধান্তহীনতার পরিস্থিতি। পাশাপাশি কেমন হবে দলের সাংগঠনিক কাঠামো, কী হবে নাম ও প্রতীক, কেমন হবে গঠনতন্ত্র- এসব প্রশ্নের জবাব মেলাতেও হিমশিম খাচ্ছেন তরুণরা। সর্বশেষ তথ্যানুযায়ী, আহ্বায়ক কমিটি দিয়ে আত্মপ্রকাশ ঘটবে তরুণদের রাজনৈতিক দলের। পরে কাউন্সিলের মাধ্যমে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি। আহ্বায়ক কমিটির আকার সব মিলিয়ে ১৫০-২০০ সদস্যবিশিষ্ট হতে পারে। আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র হাসনাত আবদুল্লাহর নাম শোনা যাচ্ছে।
এ ছাড়া সাংগঠনিক কাঠামোতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদের তালিকায় থাকবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃ। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ পদে। সব প্রশ্নের জবাব নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে চান তরুণরা। রাজনৈতিক শক্তিমত্তার জানান দিতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিন লক্ষাধিক মানুষের উপস্থিতির টার্গেট নিয়েছে কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক উপ-কমিটি। ওই দিন সারা দেশ থেকে ঢাকায় আসবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পাঁচ মাসে দেশের ৪ শতাধিক থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের ঢাকায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হচ্ছে।
নাহিদ ইসলাম এখনও পদত্যাগ করেননি : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। গতকাল সন্ধ্যায় সাক্ষাৎ শেষে তিনি পতাকাবিহীন গাড়ি নিয়ে বের হয়ে যান বলে শোনা যায়। এতে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে গুঞ্জন ওঠে। তবে নাহিদ ইসলাম পদত্যাগ করেননি বলে গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।