বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক পরিমন্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে ২৯ মিলিয়ন ডলার গেছে। যেটির নাম কেউ কোনো দিন শোনেনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া। ট্রাম্প উল্লেখ করেন, এই অর্থ একটি অজ্ঞাত ছোট ফার্মের হাতে গেছে। এ ফার্মে মাত্র দুজন কর্মী কাজ করছে এবং ফার্মটি ২৯ মিলিয়ন ডলারের এই বিশাল পরিমাণ চেক পায়। ট্রাম্প মন্তব্য করেন, ‘আপনারা কী ভাবতে পারেন? একটি ছোট সংস্থা এখানে ১০ হাজার বা এক লাখ ডলার পায়, অথচ ওই সংস্থা ২৯ মিলিয়ন ডলার পেয়েছে। সেখানে মাত্র দুজন কর্মী। আমি মনে করি, তারা খুব খুশি, খুব ধনী হতে চলেছে। খুব শিগগিরই তাদের ছবি বড় বিজনেস ম্যাগাজিনে প্রকাশ হবে।’
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) জানায়, বাংলাদেশের জন্য ইউএসএইডের এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বাংলাদেশের ‘রাজনৈতিক পরিমন্ডল শক্তিশালীকরণ’ (এসপিএল) প্রকল্পটি ইউএসআইডি ও ডিএফআইডি-এর অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এর মূল লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি, দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালীকরণ এবং রাজনৈতিক সহিংসতা কমানো। এই প্রকল্পটি ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চলার কথা ছিল।