ভিসাবাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকার ইতালি দূতাবাসের তিন কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করেছে রোমের ফাইন্যান্স পুলিশ। তাদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন। এর মধ্যে রোমপ্রবাসী নজরুল ইসলাম এ চক্রটির মূলহোতা বলে দাবি স্থানীয় প্রশাসনের। নজরুল ইসলাম দীর্ঘদিন ইতালি আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার দেশটির আদালতের নির্দেশে তাদের আটক করা হয় বলে এক্স-পোস্টে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিয়ো তায়ানি। আটক ইতালি দূতাবাসের তিন কর্মকর্তাকে গৃহবন্দি এবং নজরুল ও আরেকজনকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
জানা যায়, চক্রটি প্রতিটি কাজের ভিসার জন্য বাংলাদেশি কর্মীদের কাছ থেকে ১৫ হাজার ইউরো (প্রায় ১৮ লাখ টাকা) হাতিয়ে নিত। এ ছাড়া ভ্রমণ ভিসার জন্য ৭ হাজার ইউরো সমপরিমাণ টাকা নিত তারা। চক্রটির সদস্য ঢাকার ইতালি দূতাবাসের ভিসা অফিসার রবার্তো আলবের্গো ওয়ার্ক পারমিট যাচাইবাছাই ছাড়া ভিসা ইস্যু করে দিতেন বলে অভিযোগ রয়েছে। দূতাবাসের আরেক কর্মকর্তা নিকোলা মুসকাতেল্লো ইতালির বিভিন্ন শহরে, বিশেষ করে রোম ও ন্যাপোলির ইমিগ্রেশন অফিস থেকে টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিট সংগ্রহে সাহায্য করতেন। দুর্নীতির অভিযোগে কিছুদিন আগে নিকোলা মুসকাতেল্লোকে তুরস্কে দূতাবাসে বদলি করে রোম প্রশাসন। এ ছাড়া দূতাবাসের আরেক কর্মকর্তা জুসেপ্পে সুয়িয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
ইতালিতে জর্জিয়া মেলোনি ক্ষমতা গ্রহণের পর থেকে বিদেশি নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া কঠিন করা হয়। গত বছর দেশটির ক্ষমতাসীন দল ‘ফ্রাতেল্লি দি ইতালিয়া’র নেতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আন্দ্রেয়া দি জুসেপ্পেকে ভিসা প্রক্রিয়ায় সহযোগিতার বিনিময়ে লোভনীয় প্রস্তাব দেয় চক্রটি। তাকে ২০ লাখ ইউরো (প্রায় ২৫ কোটি টাকা), নতুন মডেলের রোলেক্স ঘড়ি, দামি স্মার্টফোন, ট্যাব ও দুবাইয়ে পরিবারসহ বিলাসবহুল বাসায় অবস্থানসহ ভ্রমণের খরচ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আন্দ্রেয়া তাদের প্রস্তাব গ্রহণ না করে রোমের ফাইন্যান্স পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। পরে প্রশাসনের বিভিন্ন দপ্তর এটি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, অর্থের বিনিময়ে রোম ও ন্যাপোলির ইমিগ্রেশন অফিস থেকে কাগজপত্র যাচাইবাছাই ছাড়াই ওয়ার্ক পারমিট, ভিসা দেওয়ার কাজ করছিলেন ঢাকার ইতালি দূতাবাসের ভিসা অফিসারসহ দুই কর্মকর্তা। প্রশাসনের পক্ষ থেকে সব তথ্য-উপাত্ত আদালতে উত্থাপন করলে আদালত দ্রুত তাদের আটকের নির্দেশ দেন। পরে তাদের মঙ্গলবার আটক করা হয়।