নাহিদ রানাকে ঘিরে ভারতীয় সাংবাদিকদের আগ্রহ তুঙ্গে। ভারতীয় ক্রিকেটার ও মিডিয়ার কাছে নাজমুল বাহিনীর সবাই ভীষণ পরিচিত। পরিচিত নাহিদ রানাও। ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছেন। তারপরও গতির জন্য আলাদা কদর কেড়েছেন দীর্ঘদেহী টাইগার ফাস্ট বোলার। ভারতীয় টিম ম্যানেজমেন্টের চুলচেরা বিশ্লেষণে রয়েছেন ডান হাতি ফাস্ট বোলার। অবশ্য তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবকে নিয়েও আলাদা আলাদা পরিকল্পনা করেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। বাংলাদেশ ক্রিকেট দলকে গুরুত্বের সর্বোচ্চটা দেওয়ার কারণ, দুবাইয়ের উইকেটের বাউন্স এবং পরিসংখ্যান। দুই দলের সর্বশেষ ৫ ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। যদিও মূল পরিসংখ্যানে ভারতের ৩২ জয়ের বিপরীতে টাইগারদের জয় ৮টি। আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে গতকাল। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু আজ। রোহিত শর্মাদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছেন নাজমুলরা। ‘মরুশহর’ দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় নাজমুল বাহিনীর প্রতিপক্ষ রোহিত, বিরাট কোহলিরা।
দুবাইয়ে বসবাসরত বাংলাদেশের নাগরিকরা আজকের ম্যাচের একটি টিকিটের জন্য ব্যস্ত সময় পার করেছেন। ভারত ম্যাচ শেষে টাইগাররা উড়ে যাবেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ ‘বি’-এর ম্যাচ দুটি খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়িয়েছে আট বছর পর। গতকাল করাচি ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে সব মিলিয়ে ষষ্ঠবার। সর্বশেষ খেলেছিল ২০১৭ সালে। আট বছর আগের আসরে সেমিফাইনাল খেলেছিল টাইগাররা এবং সেমির প্রতিপক্ষ ছিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকের ম্যাচের আগেই ওটাই দুই দলের একমাত্র মুখোমুখি। বার্মিংহামের সেমিফাইনাল ভারত জিতেছিল ৯ উইকেটে। ‘মরুরাজ্য’ সংযুক্ত আরব আমিরাতে দুই দেশ এখন পর্যন্ত পরস্পরের মুখোমুখি হয়েছে তিনবার। সব ম্যাচই হেরেছে টাইগাররা। ১৯৯৫ সালে শারজাহতে এশিয়া কাপে প্রথম মুখোমুখিতে হেরেছিল ৯ উইকেটে। ২০১৮ সালে এশিয়া কাপে গ্রুপ ফোরের ম্যাচে ৭ উইকেটে হারের পর ফাইনালে হেরেিেছল শেষ বলের নাটকীয়তায়। হেরেছিল ৩ উইকেটে। অবশ্য সর্বশেষ ৫ ম্যাচে যে তিনটি জিতেছে টাইগাররা, তার একটি কলম্বোয় এশিয়া কাপে ৪ রানে এবং বাইলেটারাল সিরিজে মিরপুরে জিতেছে ৫ রানে ও ১ উইকেটে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ সদস্যের স্কোয়াডের ছয়জনের খেলার অভিজ্ঞতা রয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ ৯ জন প্রথমবার খেলছেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর, তাসকিন, মেহেদি হাসান মিরাজ ও সৌম্য সরকার। প্রথমবার খেলবেন নাজমুল, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, নাসুম আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, রিশাদ হোসেন ও জাকির আলি অনিক। আজকের ম্যাচে ৩ পেসার নিয়ে একাদশ সাজাবেন টিম ম্যানেজমেন্ট। দুবাইয়ের উইকেটে বাউন্স সাবলীল। তবে গত গত এক মাসে ১৫টি ম্যাচ হয়েছে বলে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। সে ক্ষেত্রে স্পিনে মেহেদি মিরাজের সঙ্গী হিসেবে বাঁ হাতি স্পিনার নাসুম কিংবা লেগ স্পিনার রিশাদকে দেখা যেতে পারে। ওপেনে সৌম্যর সঙ্গী হবে ছন্দে থাকা তানজিদ তামিম। মিডল অর্ডারে মুশফিক ও মাহমুদুল্লাহই ভরসা। মাহমুদুল্লাহ সর্বশেষ চার ওয়ানডেতে টানা হাফ সেঞ্চুরি করেছেন।