অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বন্দর উন্নয়ন, ব্যবস্থাপনা, সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রধান কোম্পানি, আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার।
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আবুধাবি পোর্টস গ্রুপ (অউচএ) এর সিইও আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আলমধলুম আলসুওয়াইদি প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠক করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে বৈঠকে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। আপনার লোকবল আনুন এবং যত খুশি প্লান্ট স্থাপন করুন।’ আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে প্রস্তাবিত তিনটি বে-টার্মিনালের মধ্যে একটির উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে। তারা কনটেইনার এবং বহুমুখী টার্মিনালে অর্থায়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করতে চায়। গ্রুপের সিইও আল মুতাওয়া বাংলাদেশি কর্তৃপক্ষের স্বাগতপূর্ণ মনোভাবের প্রশংসা করে বলেন, তাদের বিনিয়োগ বাস্তবায়ন হলে বাংলাদেশি বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধিতে সহায়তা করবে।
বঙ্গোপসাগরের উপকূলে পুনরুদ্ধারকৃত জমিতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে নবায়নযোগ্য শক্তি কোম্পানি মাসদার। প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পে ২৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করতে চায় তারা। মাসদারের আঞ্চলিক বিনিয়োগ প্রধান বলেন, ‘আমরা বাংলাদেশকে নতুন ধারণা প্রদর্শনে অত্যন্ত সমর্থন করি।’
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামৌদি, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আবদুল্লাহ আলী আলহামৌদি ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টার কাছে দুবাইয়ের শাসকের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।