বর্তমানে কিডনি রোগে অনেকেই আক্রান্ত হচ্ছে। প্রায়ই শোনা যায় কিডনি বিকল হয়ে গেছে, কিডনি সংযোজন করতে হবে। তা না হলে কিডনিতে আক্রান্ত রোগী বেশি দিন বাঁচবে না। এ ছাড়া কিডনির আরও অনেক রকম সমস্যা হয়। এজন্য কিডনি রোগ, রোগের কারণ ও করণীয় বিষয়ে জানা প্রয়োজন। মানবদেহে দুটি কিডনি আছে। এ দুটি কিডনি প্রতি মিনিটে ১ দশমিক ৩ লিটার রক্ত ছাঁকছে ও বর্জ্য আকারে তা প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। কিডনির গোলমাল হলে চোখ, মুখ, হাত ও পা ফুলে যায়, প্রস্রাব খুব কম বা আটকে আটকে হয়। কিডনিতে পাথর না হয়ে ইনফেকশন হলে বারবার জ্বর, প্রস্রাবে জ্বালাপোড়া ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ডায়াবেটিসে কিডনির কোষ ধীরে ধীরে নষ্ট হওয়ায় দূষিত পদার্থ শরীর থেকে বের করার ক্ষমতা কিডনির থাকে না। কিডনির সুস্থতার জন্য অল্প বয়স থেকেই সুষম খাবার খাওয়া উচিত। অক্সালেট জাতীয় খাবার খেলে মূত্রথলিতে পাথর সৃষ্টি হয়। পরে তা কিডনির সমস্যা তৈরি করতে পারে।
ডা. আলমগীর মতি