জনপ্রশাসনে আন্তঃক্যাডার দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সরকার জনপ্রশাসনে বৈষম্যের অবসানকল্পে যে কমিশন গঠন করেছিল, তাদের রিপোর্টে বিভিন্ন ধরনের প্রস্তাবনা থাকলেও তাতেও দূর হয়নি আন্তঃক্যাডারে ক্ষোভ। বরং নিজেদের দাবি পূরণে ক্যাডারদের বিভিন্ন গ্রুপ আন্দোলনের হুমকি দেওয়ায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। নিজেদের দাবিদাওয়া পূরণে সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর উপসচিব পদে পদোন্নতিতে কোটাপদ্ধতি বাতিল, সব ক্যাডারের সাম্যাবস্থা নিশ্চিত করাসহ কয়েকটি দাবি নিয়ে গঠিত হয় বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এরই মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিলে বিভিন্ন প্রস্তাব নিয়ে আপত্তি তুলে পরিষদ। রিপোর্ট জমা দেওয়ার আগে থেকেই নানা ধরনের কর্মসূচি পালন করে আসছিলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। জনপ্রশাসন বিশেষজ্ঞদের অভিমত, যে কারও দাবিদাওয়া থাকতে পারে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তার সমাধানও হতে পারে। তবে সরকারকে জিম্মি করা চাকরিবিধি এবং নৈতিকতাবিরোধী। আগে প্রশাসনের লোকদের কিছু বাড়াবাড়ি ছিল। এখন ২৫ ক্যাডার যা করছে সেটাও বাড়াবাড়ি। জনপ্রশাসন সংস্কার রিপোর্টে ক্যাডার কমানোসহ বিভিন্ন সুপারিশ দেয় কমিশন। এরপর থেকেই এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিভিন্ন ক্যাডার বিবৃতি দেয়। সুপারিশে নিজেদের দাবির প্রতিফলন না থাকায় আপত্তি জানানোর পাশাপাশি ফেসবুকে প্রচারণার কারণে ২৫ ক্যাডারের ১৩ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ ক্যাডার ইতোমধ্যে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে, যা চাকরিবিধির পরিপন্থি। সন্দেহ নেই শুরু থেকেই প্রশাসনের বিভিন্ন ক্যাডারের মধ্যে বৈষম্য ছিল এবং এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ থাকাও অমূলক নয়। কিন্তু অন্তর্বর্তী সরকার বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার সময় কর্মবিরতি এবং আন্তঃক্যাডার দ্বন্দ্ব সৃষ্টির পাঁয়তারা অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। আমরা আশা করব আন্তঃক্যাডার বৈষম্য দূর শুধু নয়, প্রজাতন্ত্রের কর্মচারীরা যাতে প্রজাদের প্রভু হয়ে না দাঁড়ায় সে অপচেষ্টা রোধেরও চেষ্টা করা হবে।
শিরোনাম
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)