ব্যাংক ঋণের ৯ শতাংশ সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশ। বাড়তি সুদে ব্যাংক ঋণ নেওয়ায় পণ্য উৎপাদনের খরচ বাড়ছে। শুধু ব্যাংক ঋণ নয়, ব্যবসায়ীরা এখন সব ক্ষেত্রেই সংকটে। শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নেই। বিদ্যুৎ-গ্যাসের সরবরাহ নিয়েও সংকট। গ্রীষ্ম মৌসুম আসার আগেই লোডশেডিংয়ের জ্বালাতন জেঁকে বসেছে। ডলার সংকটে কঠিন হয়ে পড়েছে ব্যবসা চালানো। চাঁদাবাজদের দাপট সর্বকালের সব রেকর্ড ভাঙতে চলেছে। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে গড়ে তোলা শিল্পকারখানা নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। এ শঙ্কার কারণে নতুন করে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ না হওয়ায় কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে পড়ছে। বিগত আওয়ামী লীগ সরকারের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তের কারণে ব্যবসায়ীরা বর্তমানে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করছেন। ব্যবসা ছাড়া দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে না। ঋণের ৯ শতাংশ সুদ বেড়ে ১৪ শতাংশ হওয়ায় ব্যবসা ক্ষেত্রে সংকট চলছে। বর্তমান সরকার ব্যবসায়ীদের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করছে না। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে সমস্যা অনেক কমে যেত। আগের রাজনৈতিক সরকারগুলো ব্যবসায়ীদের কথা শুনত। কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের সঙ্গে দূরত্ব বজায় রাখছে। গ্যাসের দাম দ্বিগুণ করার যে পাঁয়তারা চলছে তাতে উৎপাদনমুখী খাতে পণ্য উৎপাদন ব্যয় বাড়বে। কমবে প্রতিযোগিতা সক্ষমতা। নতুন বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। গ্যাসের দাম বাড়লে অনেক শিল্প বন্ধ হবে, তখন মন্দ ঋণ বাড়বে। আমরা এ কলামে বারবার বলেছি, অর্থনীতির স্বার্থেই কলকারখানার নিরাপত্তা নিশ্চিত করা দরকার। ব্যবসাবাণিজ্যের নাজুক অবস্থার জন্য রাজস্ব ঘাটতি আকাশ ছুঁতে বসেছে। চলমান উন্নয়ন কাজের একাংশ বন্ধ রাখা হচ্ছে অর্থাভাবে। কর্মসংস্থানের গতি স্থবির হয়ে পড়েছে। যা ঠেকাতে ব্যবসাবান্ধব পদক্ষেপ নিতে হবে সরকারকে। ঐতিহ্যগতভাবে এ দেশে ব্যবসাবাণিজ্য পরিচালনায় সরকারের হুকুম তামিল করা ছাড়া ব্যবসায়ীদের গত্যন্তর থাকে না। এজন্য ব্যবসায়ীদের দোষারোপ না করে যারা তাদের হুকুমের দাস বানায় তাদের রুখতে হবে। দেশের স্বার্থেই ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির বিকল্প নেই।
শিরোনাম
- ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা