অনেক নাটকীয়তা, হত্যা-ধ্বংসের মচ্ছবের পর ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সহিংসতা কমার আপাতসম্ভাবনা সামনে রেখে ঘরে ফিরছে গাজাবাসী। মাথা গোঁজার ঠাঁই নেই। ইসরায়েলি তাণ্ডবে ঘরবাড়ি মাটিতে মিশে গেছে। জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজার প্রায় তিন লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে অন্তত ১৮ লাখ মানুষের এখন জরুরি আশ্রয় ও গৃহস্থালির জিনিসপত্র প্রয়োজন। চারদিকে শুধু ধ্বংসস্তূপ। আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞদের বিশ্লেষণ- গাজার দীর্ঘ ১৫ মাসের অন্যায় আগ্রাসনে ইসরায়েল তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই আলোচনার মাধ্যমে সমঝোতার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ইসরায়েলের লক্ষ্য ছিল জিম্মিদের মুক্তি, হামাসের প্রতিরোধক্ষমতা গুঁড়িয়ে দেওয়া এবং গাজা পুরোপুরি দখল। ইসরায়েল এ লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি হামাসের শক্তি, সাহস এবং মরণপণ প্রতিরোধে। এ জন্যই আলোচনার এবং অস্ত্রবিরতিতে বাধ্য হয়েছে তেলআবিব। রবিবার গাজায় যুদ্ধবিরতি কার্যকরের অংশ হিসেবে বন্দিবিনিময়ের প্রাথমিক পর্যায়ের শর্ত হিসেবে প্রথম দিনে ৩ জন ইসরায়েলি জিম্মি এবং ১৯০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পান। মধ্যপ্রাচ্যে স্বস্তির সুবাতাস প্রবাহের এ প্রেক্ষাপটে হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাজাল দৃঢ়তার সঙ্গে বলেছেন, ইসরায়েলি সেনাদের গাজা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়াই হামাসের লক্ষ্য। গাজা শাসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একজন উপদেষ্টার বক্তব্যের বিষয়ে তার স্পষ্ট অভিমত- গাজা পরিচালনায় একটা প্রযুক্তিকেন্দ্রিক প্রশাসন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সব ফিলিস্তিনি গোষ্ঠী অংশ নেবে। হামাস গাজার একচ্ছত্র শাসন দাবি করছে না, একটি বিশেষজ্ঞ দল তৈরি করে গাজা পুনর্গঠনে কাজ করা হবে। নাজাল একই সঙ্গে এ মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন- ইসরায়েল যদি চুক্তি লঙ্ঘন করে, সে ক্ষেত্রে হামাসও বসে থাকবে না। যে কোনো পরিস্থিতির জন্য হামাস সব সময় প্রস্তুত। এখন আর কোনো কূটকৌশল বা হুমকি প্রতি হুমকি নয়, অশান্তি জিইয়ে রাখার কোনো কূটকৌশল কাম্য নয়; যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ে যে শান্তি-স্বস্তি-নিরাপত্তার আবহ সৃষ্টি হয়েছে- শান্তিকামী বিশ্ববিবেক চায় তা স্থায়ী হোক। শান্তির বার্তা বয়ে আনুক মধ্যপ্রাচ্য তথা গোটা বিশ্বে। দীর্ঘদিন পর বিচ্ছিন্ন স্বজনদের ফিরে পেয়ে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে গাজাবাসী নারী-শিশু-মানুষের মনে- তা যেন অম্লান থাকে, শান্তিকামী বিশ্ব তা-ই চায়।
শিরোনাম
- ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা