দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পখাতের ধারাবাহিক প্রবৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে আসন্ন ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশনে (ডিটিজি) লায়োসেলের সম্ভাবনা তুলে ধরার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এশিয়া প্যাসিফিক রেয়ন (এপিআর)।
আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এই আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এপিআর বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ভিসকোজ স্টেপল ফাইবার প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
লায়োসেল একটি প্রাকৃতিক ও জীবাণুবিয়োজ্য ফাইবার, যা টেকসই বনায়ন থেকে সংগৃহীত কাঠের পাল্প দিয়ে তৈরি হয় এবং উচ্চমানের টেক্সটাইল ও বিভিন্ন ব্যক্তিগত ব্যবহার্য পণহ উৎপাদনে ব্যবহৃত হয়। ক্লোজড-লুপ প্রক্রিয়ার মাধ্যমে সাটেরির লায়োসেল প্রস্তুত করা হয়, যা পানি ও দ্রাবক পুনর্ব্যবহারের মাধ্যমে বর্জ্যের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনে।
বিশ্বব্যাপী টেকসই টেক্সটাইলের ক্রমবর্ধমান চাহিদা সাটেরির লায়োসেলের বিস্তার এবং বাংলাদেশের বাজারে এর অবস্থান সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করছে। আর বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করে এপিআর।
আসন্ন ডিটিজি’তে লায়োসেল বাই সাটেরির সর্বশেষ উদ্ভাবনগুলো প্রদর্শিত হবে। “এক্সপেরিয়েন্স লায়োসেল বাই সাটেরি, ফিল দ্য ডিফারেন্স” – এই থিমের অধীনে, স্পিনার, গার্মেন্ট পণ্য নির্মাতা এবং টেক্সটাইল ভ্যালু চেইনের অন্যান্য অংশীদারদের আমন্ত্রণ জানাবে এপিআর। এর মাধ্যমে তারা সাটেরির লায়োসেলের টেকসই ও বহুমুখী ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং অত্যাধুনিক সমাধানগুলো নিজে একযোগে কাজ করতে অনুপ্রাণিত হবেন।
লায়োসেলে বাই সাটেরির টেকসই উপকরণ এবং এর বহুমুখী প্রয়োগ সম্পর্কে আরও জানতে ডিটিজি’তে এপিআরের বুথে সকলের আমন্ত্রণ; হল নম্বর ৩-১২৫।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন