একুশ কোনো নয় তামাশা
নয় রূপকথার গল্প,
একুশ কোনো নয় কো জল্প
নয় উপাখ্যান কল্প!
ভাষা নিয়ে রাজ রাজনীতি
খেলেছে পাকিস্তান,
সেই খেলা রুখে দিলো
বাংলা মায়ের দামাল প্রাণ!
উর্দু হবে রাষ্ট্র ভাষা
আহম্মকের কী সাধ,
মাথা নতে বাধ্য হলো
দেখে তুমুল প্রতিবাদ!
রক্তের বিনিময়ে পাওয়া
বাংলা সোনার বাংলা,
নেই শোষক নেই তার রক্ত চোখ
দোলে জলে শাপলা!