সিয়াম শেষে সবার মাঝে
ঈদের আমেজ আসে
কচিকাঁচা মন গুলো সব
খুশির ভেলায় ভাসে।
দাদুর সাথে পড়বে নামাজ
যাবে ঈদগাহ মাঠে
নাইতে নেমে মহানন্দে
নাচে পুকুর ঘাটে।
গোসল সেরে বলছে খোকন
মাঠে কে কে যাবি?
একসাথে সকলে পরবো
ফুলকাটা পাঞ্জাবি।
সিয়াম শেষে সবার মাঝে
ঈদের আমেজ আসে
কচিকাঁচা মন গুলো সব
খুশির ভেলায় ভাসে।
দাদুর সাথে পড়বে নামাজ
যাবে ঈদগাহ মাঠে
নাইতে নেমে মহানন্দে
নাচে পুকুর ঘাটে।
গোসল সেরে বলছে খোকন
মাঠে কে কে যাবি?
একসাথে সকলে পরবো
ফুলকাটা পাঞ্জাবি।
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে